াকা | এপ্রিল ২৪, ২০২৫ - ৫:১০ পূর্বাহ্ন

রাবিতে পরীক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ চলছে

  • আপডেট: Wednesday, April 23, 2025 - 10:27 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান ইলেকট্রনিক পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থাপনা প্রশিক্ষণের দ্বিতীয় দিনে গতকাল বুধবার বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি ও কমিটির কাজে সহায়তাকারী কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত রাবি আইসিটি সেন্টারে ‘ফাউন্ডেশন ট্রেনিং অন ই-এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম ((Foundation Training on e-Exam Management System) শীর্ষক এই প্রশিক্ষণ চলে।

এদিন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন প্রশিক্ষণ শুরুর পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হাসনাত কবীর, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর ছাইফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।