ঢাকা | মে ১৫, ২০২৫ - ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম

রাবি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ল্যাব উদ্বোধন

  • আপডেট: Wednesday, April 23, 2025 - 10:30 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নবনির্মিত ‘হিউম্যান পারফরম্যান্স এন্ড কিনানথ্রোপোমেট্রি ল্যাব চালু করা হয়েছে।

এদিন সকালে বিভাগের এই ল্যাব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান।

ল্যাব উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, সুস্থ দেহ ও মনের অধিকারী জাতি গড়ে তুলতে হলে শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। এজন্য পদ্ধতিগতভাবে শরীরচর্চা করতে হবে।

সেই লক্ষ্যে পঠন-পাঠনের জন্য এধরনের ল্যাব অত্যন্ত প্রয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নতুন আরও ল্যাবের জন্য বাজেটে অর্থ সংস্থানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আগামীতে আরও কিছু নতুন ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি জানান।

Hi-performance fast WordPress hosting by FireVPS