মোহনপুরে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মোহনপুর প্রতিনিধি: মাসিক পরিদর্শন সফরসূচির অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার।
মঙ্গলবার এপ্রিল মাসের নির্ধারিত আংশিক সফরসূচি অনুযায়ী সকাল ১১টার দিকে প্রথমে তিনি উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
এরপর ধারাবাহিক ভাবে উন্নয়ন প্রকল্প, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র সহ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। পরিদর্শনে এসে উপজেলা পরিষদে এডিপির অর্থায়নে ৪০ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার এবং চেক বিতরণ করেন তিনি।
এরপর উপজেলা পরিষদের অপ্রত্যাশিতখাত হতে রায়ঘাটি ইউপির কামারপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩ জনের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুর ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: খন্দকার সাগর আহমেদ প্রমুখ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক অফিয়া আখতার বলেন, জনকল্যাণ নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত উপজেলার সকল কর্মকর্তাকে দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে। তবেই জনগনের জীবনমান উন্নয়ন সম্ভব।
আর শুধুমাত্র সেক্ষেত্রেই সামগ্রিক ভাবে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।