ঢাকা | মে ১৫, ২০২৫ - ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম

নাটোরে স্কুল-মাদরাসা বোর্ডের নকল বই ছাপানোর কারখানা সিলগালা

  • আপডেট: Wednesday, April 23, 2025 - 11:50 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় একটি নকল বই ছাপানোর কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে জেলার সিংড়া উপজেলার হাতিয়ান্দাহ ইউনিয়নের নলবাতা এলাকার ওই কারখানাটিতে এ অভিযান চলে। এসময় তারা বিপুল পরিমাণ স্কুল ও মাদরাসা বোর্ডের বই উদ্ধার করা হয়।

অভিযানের পর নকল বই তৈরির কারখানাটি সিলগালা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সরদার আদালত পরিচালনা করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ক্ষণিকালয় নামে একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সেখানে নকল বোর্ড বই তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এসময় সেখানে বিপুল পরিমাণে ছাপা বই মজুদ করা ছিল।

উদ্ধারকৃত নকল জেনারেল ও মাদরাসার বোর্ডের বইগুলোর সংরক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, অভিযান পরবর্তীতে কারখানাটি সিলগালা করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে প্রেসের মালিক আব্দুল হালিমকে সেখানে পাওয়া যায়নি। কারখানার বৈধ কোনো কাগজপত্র কেউ দেখাতে পারেননি। বৈধ কাগজপত্র দেখাতে না পারলে ছাপাখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS