কর্মস্থলে যোগদানের দুদিনের মাথায় মিললো প্রকৌশলীর লাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে শামীম হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার পিজিসিবির জয়নগর শাখার বিশ্রামাগারের দোতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শামীম ঈশ্বরদী পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সদর থানার শৈলগাড়ী এলাকার মসলেম উদ্দীনের ছেলে।
মৃতের পরিবারের দাবি, মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন শামীম। জয়নগর পিজিসিবির বিশ্রামাগারের দায়িত্বরত বাবুর্চি হাফিজুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে সেখানে আসেন তিনি।
বিশ্রামাগারের দোতলায় শামীম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। জিএমডি ঈশ্বরদী শাখার প্রশাসনিক সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, শামীম হোসেন পাওয়ার গ্রিডের ঢাকাস্থ (পিএনডি) নিরাপত্তা অনুশাখা থেকে গত ২১ এপ্রিল ঈশ্বরদী জিএমডি শাখায় যোগাদান করেন।
যোগদানের দুদিনের মাথায় তার লাশ পাওয়া গেল। মৃতের বাবা মসলেম উদ্দীন বলেন, মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হয়তো সে আত্মহত্যা করেছে।
এর আগে বগুড়ায় বিভাগীয় প্রশিক্ষণে অংশগ্রহণকালে একাধিকবার চাকরি থেকে পদত্যাগ করতে চেয়েছিল সে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মৃতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।