ঢাকা | মে ১৪, ২০২৫ - ১:১০ অপরাহ্ন

রাজশাহীতে জামায়াতের গণসংযোগ সপ্তাহ পালিত

  • আপডেট: Wednesday, April 23, 2025 - 12:14 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে গণসংযোগ সপ্তাহ পালিত হচ্ছে।

মঙ্গলবার দুপুর ১টায় নগরীর রেলগেট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। এসময় তারা বলেন, গণসংযোগে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তারা।

মানুষ বুঝতে পারছে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি কল্যাণ ও মানবিক সমাজ গঠন সম্ভব। দাওয়াতি অভিযানকালে অনেকে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করছেন। তারা আরো বলেন, বিগত সময়ে এই দেশের মানুষ অনেক দলের উপর বিশ্বাস রেখে আস্থা হারিয়েছে।

জামায়াতে ইসলামির উপর আস্থা রাখলে সেই বিশ্বাসের জায়গাটি নষ্ট হবে না বলে জানান তারা। এদিন দাওয়াতি অভিযানে উপস্থিত ছিলেন মহানগরীর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বুলবুল আহমেদ।

Hi-performance fast WordPress hosting by FireVPS