াকা | এপ্রিল ২৪, ২০২৫ - ৩:০৩ পূর্বাহ্ন

তানোরে এমপি প্রার্থী তারেকের গণসংযোগ

  • আপডেট: Wednesday, April 23, 2025 - 11:42 pm

তানোর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক তানোর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে গণসংযোগ করেছেন।

বুধবার  বিকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির লক্ষ্য তুলে ধরেন।

গণসংযোগ শুরু হয় তানোর বাঁধাইড় ইউনিয়ন তেলোপাড়া থেকে। এরপর বাধাইড় ইউপির জুমার পাড়া, মুন্ডমালা পৌরসভার আইড়ামোড়, তালুকপাড়া, উচাডাঙ্গা, বহরইল, বৈদ্যপুর বাজার  মোড় হয়ে, হাঁপানিয়া দোগাছি মোড়।

এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরকার, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, সাইদুর রহমান,যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুজ জহুরুল ইসলাম, রানা, মিল্টন, ছাত্র দল নেতা শুভ অন্তু,স্বাধীন, মিলন, প্রমুখ।