াকা | এপ্রিল ২৪, ২০২৫ - ১২:০৮ পূর্বাহ্ন

কাশ্মীরে হামলায় শোক আর ক্ষোভে উত্তাল বলিউড অভিনেতারা

  • আপডেট: Wednesday, April 23, 2025 - 8:43 pm

অনলা্ইন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের অনন্য সৌন্দর্যমণ্ডিত পাহেলগামে গতকাল (২২ এপ্রিল) মঙ্গলবার বিকেলে এক নির্মম জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন পর্যটক। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

বিকেল ৩টার দিকে বৈসারণ উপত্যকার পাহাড়ি পথ দিয়ে নামা সশস্ত্র জঙ্গিরা হঠাৎ করেই গুলি চালায় নিরীহ পর্যটকদের উপর। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বলিউডসহ ভারতের একাধিক তারকা।

বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ওরা ঠাণ্ডা মাথায় আমাদের মানুষদের হত্যা করেছে। এটা ক্ষমার যোগ্য নয়। এই জঙ্গিদের বুঝতে হবে যে আমরা চুপ করে বসে থাকব না।

প্রতিশোধ নেওয়া দরকার। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করছি- ওদের উপযুক্ত জবাব দিন।’

অভিনেত্রী রাভিনা ট্যান্ডন এই হামলার খবর শুনে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ওম শান্তি। সমবেদনা জানাই। মর্মাহত এবং ক্ষুব্ধ। এই যন্ত্রণার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। প্রার্থনা ও শক্তি রইল ভুক্তভোগীদের জন্য। এখন সময় এসেছে আমাদের ক্ষুদ্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে গিয়ে একজোট হওয়ার এবং আসল শত্রুকে চেনার।’

দক্ষিণ ভারতের সুপারস্টার মোহনলাল লিখেছেন, ‘পাহেলগামে সন্ত্রাসবাদী হামলার শিকারদের প্রতি আমার হৃদয়ের গভীর সমবেদনা রইল। এমন নির্মমতা প্রত্যক্ষ করা সত্যিই বেদনাদায়ক। নিরীহ প্রাণ কেড়ে নেওয়ার পক্ষে কোনো কারণই যথেষ্ট হতে পারে না।

শোকাহত পরিবারগুলোর দুঃখ ভাষায় প্রকাশ করা যায় না। অনুগ্রহ করে জেনে রাখুন, আপনারা একা নন। সমগ্র দেশ আপনাদের সঙ্গে রয়েছে এই শোকের সময়ে। আসুন, আমরা একে অপরকে আরও শক্ত করে ধরে রাখি এবং অন্ধকারের মাঝেও শান্তির আশাকে আঁকড়ে ধরি।’

আরেক কিংবদন্তি অভিনেতা কমল হাসান এক্স-এ নিজের মতামত জানিয়ে লেখেন, ‘পাহেলগামের জঘন্য সন্ত্রাসী হামলার আমি তীব্র নিন্দা জানাই। যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত আজ শোকস্তব্ধ, একতাবদ্ধ- আমাদের দৃঢ় সংকল্প, আইন-শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিতে।’

অভিনেতা ও নির্মাতা ফারহান আখতার সম্প্রতি শ্রীনগরে ‘গ্রাউন্ড জিরো’র বিশেষ প্রদর্শনী করেছিলেন। তিনি এই হামলায় শোক জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পাহেলগামে নির্মম সন্ত্রাসবাদী হামলার খবরে আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত।

নিরীহ প্রাণের ওপর এই অমানবিক সহিংসতা একেবারেই অমার্জনীয় এবং এর তীব্র নিন্দা হওয়া উচিত। যারা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের জন্য আমার হৃদয় থেকে সমবেদনা। কাশ্মীরের মানুষের সঙ্গে এই দুঃখের সময়ে আমি সম্পূর্ণ একাত্ম।’

অক্ষয় কুমার এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, ‘নিরীহ পর্যটকদের উপর এই জঙ্গি হামলার খবরে শোকাহত ও ক্ষুব্ধ। এ এক নির্মমতা। প্রার্থনা রইল নিহতদের পরিবারের জন্য।’

ভিকি কৌশল ইনস্টাগ্রামে লেখেন, ‘এই নির্মমতার শিকার পরিবারের কষ্ট কল্পনাতীত। প্রার্থনা ও সহমর্মিতা রইল।’

জাহ্নবী কাপুর লেখেন, ‘এ এক অমানবিক ও কাপুরুষোচিত কাজ। আর কত? এবার যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। প্রার্থনা করছি, কিন্তু এই রাগ আর দুঃখ ভাষায় প্রকাশযোগ্য নয়।’

বর্তমানে কেরালায় শুটিং করছেন সিদ্ধার্থ মালহোত্রা। সেখান থেকেই তিনি লিখেছেন, ‘এই জঙ্গি হামলা কাপুরুষতা ছাড়া আর কিছুই নয়। আমাদের সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা আছে। এই অন্যায়ের বিচার হবেই।’

অনুপম খের এক ভিডিও বার্তায় বলেন, ‘এই ঘটনা আমাকে আবারও স্মরণ করিয়ে দিল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পেছনের বাস্তবতা। এতজন হিন্দুকে একে একে মেরে ফেলা- শুধু দুঃখ নয়, অসীম রাগে ফুঁসছি।’

এছাড়াও সোনু সুদ, তুষার কাপুর, বিবেক ওবেরয়সহ আরও অনেক তারকাই এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন।