াকা | এপ্রিল ২৩, ২০২৫ - ১০:০ অপাহ্ন

কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা প্রধান উপদেষ্টার

  • আপডেট: Wednesday, April 23, 2025 - 6:59 pm

অনলাইন ডেস্ক : ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই হামলায় অন্তত ২৬ জনের প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে পোস্ট করা এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে অধ্যাপক ইউনূস বলেন, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।

ভারতীয় পুলিশ জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা ভারত-শাসিত কাশ্মীরে একদল পর্যটকের ওপর গুলি চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করেছে।

মঙ্গলবার পহেলগামের রিসোর্ট শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বৈসরান তৃণভূমি পরিদর্শন করার সময় ‘সন্ত্রাসী হামলায়’ বেশ কয়েকজন পর্যটক গুলিবিদ্ধ হন।

সূত্র: বাসস