ঢাকা | মে ১৭, ২০২৫ - ৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

তিন ফরম্যাটেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে

  • আপডেট: Wednesday, April 23, 2025 - 8:48 pm

অনলা্ইন ডেস্ক: তিন ফরম্যাটেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। টেস্টে যাতে বেশি মনোযোগ দিতে পারেন, সেজন্য ৬ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৮ লাখ। কিন্তু পারফরম্যান্স কী আসছে?

জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট হার। সাড়ে ছয় বছর পর এমন লজ্জায় পড়লো বাংলাদেশ। বেতন বাড়িয়ে, বিদেশি কোচিং স্টাফ নানা সুযোগ-সুবিধা দিয়েও কেন হচ্ছে না?

সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠতেই বাংলাদেশ অধিনায়ক শান্ত যেন একটু নাখোশ হলেন। সাংবাদিকের প্রশ্নের মাঝপথেই থামিয়ে দিয়ে জানতে চাইলেন, ‘বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না?’

এরপর অবশ্য পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছেন। মুচকি হেসে শান্ত বলেছেন, ‘আমার মনে হয় অনেক দিন পর ম্যাচ ফি বেড়েছে। বোর্ড সাহায্য করেছে, এটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো বিষয়।

আর কী হলে আসলে আমরা ভালো করব, জিনিসটা এ রকম না। জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা থাকাটা, দায়িত্ব নিয়ে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।’

শান্তর দাবি, তারা সবাই যথেষ্ট কষ্ট করছেন। কিন্তু মাঠে সেটার প্রয়োগ দেখাতে পারছেন না। বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘সারা দিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে, মেহনত করছে।

আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে বলেন, এই জায়গাটাতে ঘাটতি আছে। যার যার যে ভূমিকা আছে, ওভাবে তাকে ওই দায়িত্বটা নিয়ে খেলতে হবে।’

Hi-performance fast WordPress hosting by FireVPS