রাজশাহীতে ভাই ও বোনকে হত্যাকারির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় জমি সংক্রান্ত বিরোধে আপন ভাই ও বোনকে হত্যা মামলায় তরিকুল ইসলামকে (৫২ বর্তমান বয়স) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সুত্রে, ২০১৫ সালের ৬ এপ্রিল রাত আড়াইটার দিকে পারিবারিক জমি নিয়ে বিরোধে তরিকুল ইসলাম তার ভাই সাদেকুল ইসলামকে নিজ বাড়িতে শাবল দিয়ে বুকে আঘাত করে হত্যা করে।
এ ঘটনা তার বোন আক্তারা জাহান কল্পনা দেখে ফেললে তাকেও শাবল দিয়ে হত্যা করে। এসময় তরিকুল ভাবিসহ ৪ জনকে আহত করে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তরিকুলকে গ্রেপ্তার করে।
ঘটনার দিনে নগরীর বোয়ালিয়া মডেল থানায় নিহত সাদিকুলের ছেলে ইউসুফ আলি সিজার বাদি হয়ে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একমাত্র আাসামী তরিকুল ইসলামকে দোষি সাব্যস্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ শামীম আহমেদ। আসামি তরিকুল ইসলামের পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত ছিলেন না। তাই রাষ্ট্রই তার পক্ষে একজন আইনজীবী নিযুক্ত করেছিল।
তার পক্ষে লড়েছিলেন আইনজীবী মাহমুদুর রহমান রুমন। তিনি বলেন, ‘আসামি যেহেতু পরিবারের দুই সদস্যকে হত্যা করেন, তাই পরিবারের পক্ষ থেকে তার জন্য আইনজীবী নিয়োগ করা হয়নি। রাষ্ট্রই আমাকে তার পক্ষে নিযুক্ত করেছিল।’
রায়ে অসন্তোষ প্রকাশ করে মাহমুদুর রহমান রুমন বলেন, ‘আসামি খুন করেছেন, এটা ঠিক। কিন্তু তিনি মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন আসামিকে যেভাবে বিবেচনা করা দরকার ছিল, তা করা হয়নি।
অন্য আসামির মতোই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন আসামি তরিকুল ইসলাম।
রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ শামীম আহমেদ জানান, এই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য, তথ্য-উপাত্ত, যুক্তি-তর্ক ও শুনানি শেষে আদালত মৃত্যুদণ্ডের এই আদেশ দেন।
রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। বাদী পক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। রায় ঘোষণার পর তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।