নওহাটার নির্বাহী প্রকৌশলীর বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: পবার নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলীর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে নওহাটা পৌর মিলনায়তনে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এসময় তিনি বিদায়ী প্রকৌশলীকে সম্মাননা স্মারক প্রদান করেন।
নওহাটা পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, নওহাটা পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, মেডিকেল অফিসার ডা. ওয়ালিউল ইসলাম খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুর রহমান, বাজার পরিদর্শক রবিউল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন হিসাব রক্ষক নাসির উদ্দিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ জুন থেকে নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল সদর পৌরসভায় নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি হয়েছেন।