ঢাকা | মে ৭, ২০২৫ - ১:২৫ পূর্বাহ্ন

কিশোর-কিশোরীদের ভাবনা জানতে ‘আমার কিছু বলার আছে’ অনুষ্ঠান

  • আপডেট: Tuesday, April 22, 2025 - 11:33 pm

স্টাফ রিপোর্টার: সমৃদ্ধ দেশ গড়ে তোলার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় সম্পর্কে কিশোর-কিশোরীদের ভাবনা জানতে নগরীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে  অনুষ্ঠিত হলো ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক অনুষ্ঠান।

রাজশাহী জেলা তথ্য অফিস মঙ্গলবার সকালে এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভাবনা জানাতে গিয়ে শিক্ষিত ও যোগ্য মানুষকে নির্বাচিত করা, বিদেশে অবস্থানরত দেশের মেধাবী মানুষগুলোকে এনে দেশ গঠনের কাজে লাগানো, ছেলে-মেয়ের সমান সুযোগ নিশ্চিত করা, আইনের ন্যায্য প্রয়োগ ও আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্তরা যদি পূর্ণ সহযোগিতা না করে তবে তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগের সুযোগ রাখা, শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি করা, আরও পরিকল্পিতভাবে শিক্ষার অবকাঠামো নির্মাণ বিশেষ করে বহুতল ভবন তৈরি, শিক্ষকদের বেতন বৃদ্ধি, হতদরিদ্রদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ, উদ্যোক্তাদের প্রাথমিক সহায়তা প্রদান, তথ্য প্রদানকারীর সুরক্ষা নিশ্চিত করার মতো নানা পরামর্শ প্রদান করে।

জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনাম শিরিন, বেতারের সহকারী পরিচালক সবুজ কুমার দাস ও অগ্রণী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুর রোকন মাসুম।

এসময় বক্তারা শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশের সম্ভাবনার কথা বলেন এবং তাদেরকে মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়া, মোবাইলের অপব্যবহার থেকে নিজেদেরকে বিরত রাখা এবং সুনাগরিকের গুণাবলী অর্জনের পরামর্শ প্রদান করেন।

এর আগে শিক্ষার্থীদের জন্য জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS