ঢাকা | মে ২৩, ২০২৫ - ১০:৩৩ অপরাহ্ন

শিবগঞ্জ সীমান্তে ৪৫টি ভারতীয় মোবাইলসহ একজন আটক

  • আপডেট: Monday, April 21, 2025 - 11:01 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা সীমান্তে ৫৩ বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে ৪৫টি ভারতীয় মোবাইলসহ একজনকে আটক করেছে।

গ্রেপ্তারকৃত হল- জেলার শিবগঞ্জ উপজেলার কোর্টবাজার দেওয়ান জাইগীর মহল্লার ফেত্তার আলীর ছেলে হানজালা (২৫)।

৫৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারুল হক জানান, সোমবার সকাল ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র টহল দলের সদস্যরা জেলার শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করার সময় একজনকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখতে পায়।

টহলদল তার গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে সে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাকে ধাওয়া করে হানজালাকে ৪৫টি ভারতীয় মোবাইলসহ আটক করে।

আটককৃতকে সোমবার শিবগঞ্জ থানায় সোর্পদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে শিবগঞ্জ থানা পুলিশ।

Hi-performance fast WordPress hosting by FireVPS