াকা | এপ্রিল ২৩, ২০২৫ - ১:৩ পূর্বাহ্ন

ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • আপডেট: Monday, April 21, 2025 - 11:16 pm

গোদাগাড়ী প্রতিনিধি: সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক ভাইস-চেয়ারম্যান মরহুম ব্যারিস্টার আমিনুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে গোদাগাড়ীতে পালিত হয়েছে।

দিবসটি স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, যেখানে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে চিকিৎসাসেবা প্রদান করা হয়। একইসাথে অনুষ্ঠিত হয় খতমে  কোরআন ও দোয়া মাহফিল, যাতে স্থানীয় হাফেজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি কোন সন্ত্রাসের দল নয় বিএনপি সন্ত্রাসী বিশ্বাস করে না, বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই, বিএনপি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। মরহুম ব্যারিস্টার আমিনুল হকের সহধর ভাই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, ব্যারিস্টার আমিনুল হকের স্মৃতিচারণ করে বলেন, গোদাগাড়ী তানোর নয়; উত্তরবঙ্গের এক কিংবদন্তি নেতা ছিলেন তিনি। গোদাগাড়ী তানোরের উন্নয়নের রূপকার ছিলেন তিনি।

তিনি যে উন্নয়ন করেছেন কখনো ভুলার মতন না। আমাদের সকলকে মরহুম ব্যারিস্টার আমিনুল হকের আদর্শকে ধারণ করে রাজনীতি করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক এমপি হারুন অর রশিদ, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ,রাজশাহীর জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু।