ঢাকা | এপ্রিল ২২, ২০২৫ - ৫:৩৭ পূর্বাহ্ন

বাতাসের আদ্রতা ৭৪ শতাংশ রাজশাহীতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

  • আপডেট: Monday, April 21, 2025 - 11:59 pm

স্টাফ রিপোর্টার: ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাপপ্রবাহ ৩৬ ডিগ্রি না ছুঁলেও বাতাসে আদ্রতার পরিমাণ অনেক বেশি। এতেই তীব্র গরম অনুভূত হচ্ছে। ঝরছে ঘাম। শুধু মানুষ নয়, গরমে অতিষ্ঠ প্রাণিকূলও।

রাজশাহীতে গেল দুদিন থেকেই বেশ গরম অনুভূত হচ্ছে। সবাই বলেছে, ভ্যাপসা গরম। সোমবার থেকে রাজশাহীর মানুষকে এক ধরনের কাহিল অবস্থা এনে দেয়।

আবার এই ভ্যাপসা গরম থেকে কোনো এসি ঘরে প্রবেশ করলে কিংবা ফ্যানের বাতাস গায়ে লাগলে বেশ কিছুটা প্রশান্তি এনে দেয়। কিন্তু এই ঠান্ডা-গরমে অনেকেই এখন কাশিতে আক্রান্ত হচ্ছেন। ঘরে ঘরে এখন সর্দি-কাশি দেখা যাচ্ছে। আবার শরীরে জ্বরও আসে।

এদিকে ভ্যাপসা গরমে বিক্রি বেড়েছে ডাবসহ বিভিন্ন ফলের জুস ও আখের রস। এছাড়া ফুটপাতের বরফমিশ্রিত লেবুর শরবতের বিক্রি বেড়েছে। তবে অনেকের মনে প্রশ্ন কবে এই ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়া যাবে।

আবহাওয়া অফিসের সোজাসাপ্টা বক্তব্য, বৃষ্টি হলেই কমবে গরম। কিন্তু কবে বৃষ্টি হবে আর কবে গরম কমবে তা এখন সবার প্রশ্ন।

রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, সাধারন ৩৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় তাপপ্রাবহ হয়। রাজশাহীতে গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে বাতাসের আদ্রতা অস্বাভাবিক বেড়েছে। গতকাল বেলা ৩টায় রাজশাহীতে বাতাসের আদ্রতা ছিলো ৭৪ শতাংশ। যা ভ্যাপসা গরম অনুভূত ও ঘাম হওয়ার অন্যতম কারন। এ অবস্থা আরও কিছুদিন তাকতে পারে বলেও জানা গেছে।

তবে এই বৃষ্টি না হওয়া পর্যন্ত ভ্যাপসা এই গরম থেকে আপাতত রেহাই মিলছে না বলে জানিয়েছেন এই আবহাওয়া পর্যবেক্ষক।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।