পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সোনালী ডেস্ক: ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, আমরা জানতে পেরেছি পোপ ফ্রান্সিস মারা গেছেন।
তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোকাহত। প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ও ডেপুটি প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার আসন্ন চারদিনের কাতার সফর ও প্রধান উপদেষ্টার কাছে শ্রমবিষয়ক সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদন সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।
এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ২১ এপ্রিল ইস্টার গতকাল সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে মারা যান তিনি। তিনি দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে আসা প্রথম পোপ ছিলেন।