ঢাকা | মে ২৩, ২০২৫ - ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

পাকিস্তান ভ্রমণের জন্য ভিসা লাগবে না সৌদি নাগরিকদের

  • আপডেট: Monday, April 21, 2025 - 11:14 am

অনলাইন ডেস্ক : পাকিস্তান ভ্রমণের জন্য সৌদি নাগরিকদের ভিসার প্রয়োজন হবে না। রোববার (২০ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, ‘হ্যাঁ, তাদের ভিসার প্রয়োজন নেই। সৌদি আরব পাকিস্তানে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। ’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র সরকারি বিভাগেই ভিসার প্রয়োজন। ’

এর আগে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঘোষণা দেনে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সৌদি নাগরিকরা এখন কোনও বিধিনিষেধ ছাড়াই পাকিস্তানে প্রবেশ করতে পারবেন।

রবিবার রাজধানী ইসলামাবাদে নাকভি এবং পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল-মালকির মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

এছাড়া মাদক চোরাচালানের মামলায় কারাবন্দি পাঁচ পাকিস্তানি নাগরিকের মুক্তি নিশ্চিত করার জন্য নাকভি সৌদি কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

আল-মালকি তার পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য রিয়াদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, সৌদি আরবে প্রতিবছর ১৯ লাখ পাকিস্তানি যান। পাকিস্তানে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে – বার্ষিক ৪.৫ বিলিয়ন ডলারেরও বেশি।

Hi-performance fast WordPress hosting by FireVPS