নিজ সম্পত্তি রক্ষায় ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: চুরি, ভাঙচুর, জোরপূর্বক সম্পত্তি দখলের পাঁয়তারা, হত্যার হুমকির প্রতিবাদে ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার বেলা সাড়ে ১১টার রাজশাহী সিটি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদুর রহমান বলেন, পৈত্রিক সম্পত্তিতে বংশ পরমপরায় বসবাস করে আসছেন। তারা তিন ভাই ও পাঁচ বোন। বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে সকল সম্পত্তি সবার মধ্যে ভাগবাটোয়ারা হয়।
কিন্তু হঠাৎ করে তাদের সবার ছোট ভাই মতিউর রহমান নিঃসন্তান অবস্থায় মৃত্যবরণ করলে তাঁর ত্যাক্ত সম্পত্তিতে আবারও তারা সবাই অংশিদার হন। এর মধ্যে থেকে তার দুই বোন শিরিন আকতার ও সখিনার অংশের ২২৯০ দাগে ০.০০৫৭৬২ একর সম্পত্তি তাদের অগোচরে ১নং আসামী টনি গোপনে ক্রয় করেন।
এই সম্পত্তি উদ্ধারে রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ আদালত রাজশাহীতে ৯/২০২৩ অঃ প্রঃ (অগ্রক্রয়) মামলা করা হয়। যা বর্তমানে চলমান রয়েছে। মাসুদুর রহমান বলেন, নিজেদের সম্পত্তি বিক্রি করার পূর্বে তার নিকটতম আত্মীয়স্বজনকে জানানোর আইন রয়েছে। কিন্তুবোনরা তাদের কিছুই জানায়নি।
বিক্রিত সম্পত্তির মূল হকদার তিনি এবং তার ভাই। তারা যদি ঐ সম্পত্তি ক্রয় করতে অপারগতা প্রকাশ করতেন তাহলেই বোনরা অন্যদের নিকট জমি বিক্রয় করলে কোন প্রকার আপত্তি থাকতো না। প্রৃকত পক্ষে যে সম্পত্তি টনি ক্রয় করেছে তা তাদের বাড়ির ভিটা। ঐ সম্পত্তিতে অন্য কেউ আসলে তারা বসবাস করতে পারবেনা।
তিনি বলেন, ২০২২ সালের ৩০ মে টনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সকাল আনুমানিক ৯টার দিকে তার বাড়িতে দেশীয় অস্ত্রসহ হামলা করে, গেট ভাঙ্গচুর করে। সেইসাথে বাড়ির গেটের তালা ভেঙ্গে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেইসাথে প্রান নাশের হুমকী দিতে থাকে।
এ সময়ে ঢাকা থাকায় তার স্ত্রী ফারজানা মল্লিক ৯৯৯ এর কল করলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। টনি মূলত একজন সন্ত্রাসী ব্যক্তি। তিনি বলেন, তাদের কোন সন্তানাদি না থাকায় টনি গংরা তাদেরকে হত্যা করে সমস্ত সম্পত্তি গ্রাস করার জন্য টনিরা পাঁয়তারা করছে। টনি গংরা শুধু সন্ত্রাসীই নয়, তারা ভূমি দস্যু ও দখলবাজ বলে উল্লেখ করেন তিনি।
এ নিয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেও কোনো লাভ হয়নি। টনি গংরা এখনো তাদের মুঠোফোনসহ বিভিন্ন ভাবে হুমকি অব্যাহত রেখেছে। প্রান ভয়ে তারা দিনযাপন করছেন। আসামীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাসুদুর রহমানের সহধর্মীনি ফারজানা মল্লিক।