ঢাকা | এপ্রিল ২২, ২০২৫ - ৫:২৯ পূর্বাহ্ন

কোর্ট কলেজের নিয়মিত গভর্ণিং বডির সদস্যদের সংবর্ধনা

  • আপডেট: Monday, April 21, 2025 - 11:57 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কোর্ট কলেজের নিয়মিত গভর্ণিং বডির সদস্যদের কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজশাহী কোর্ট কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কোর্ট কলেেেজর গভর্নিং বডি’র সভাপতি অ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলু। বিশেষ অতিথি ছিলেন বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড. হাবিবুর রহমান, মোজাম্মেল হক ও রবিউল ইসলাম।

শিক্ষক প্রতিনিধি ছিলেন আব্দুল্লাহ ইউসুফ, সাবানা খাতুন ও রফিকুল ইসলাম। অভিভাবক প্রতিনিধি ছিলেন আশির হোসেন, সেলিম রেজা ও মিলন শেখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলম।