ঢাকা | মে ২৪, ২০২৫ - ৪:৫৭ পূর্বাহ্ন

সজনা গাছের ডাল কাটতে গিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের!

  • আপডেট: Monday, April 21, 2025 - 11:04 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সজনা গাছের ডাল কাটতে গিয়ে সিদ্দিক হোসেন (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার বিকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। ডাল কাটতে গিয়ে হন বিদ্যুৎ স্পৃষ্ট হন সিদ্দিক। নিহত সিদ্দিক হোসেন রামনগর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন বিকালে সাজিনা গাছের ডাল কাটতে যান সিদ্দিক হোসেন। সাজিনা গাছের ওপর দিয়ে পল্লী বিদ্যুৎতের ৩৩ হাজার ভোল্টের লাইন থাকায় অসাবধানতাবশত গাছের ডাল কাটতে গিয়ে বৈদ্যুতিক লাইনে স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে সন্ধ্যা হয়ে গেলেও সিদ্দিক বাড়িতে না ফেরায় খোঁজ শুরু হয় তার। পরে পরিবারের লোকজন সাজিনা গাছের নিচে মৃত অবস্থায় দেখতে পান তাকে।

সোমবার সকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। ঘটনা জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ছুটিতে থাকায় বিষয়টি অবগত নন তিনি।

Hi-performance fast WordPress hosting by FireVPS