ঢাকা | মে ২৩, ২০২৫ - ৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় মাছচাষ প্রকল্পের ৭ সদস্যকে অব্যাহতি

  • আপডেট: Monday, April 21, 2025 - 10:59 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার জোকা বিল মৎস্য চাষ প্রকল্পের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই প্রকল্পের দুইজন সহ-সভাপতিসহ সাত সদস্যকে কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া সদস্যরা হলেন- প্রকল্পের সহ-সভাপতি জনাব আলী, সহ-সভাপতি মাহাবুর রহমান, সদস্য রাশেদুল ইসলাম, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান ও আমিনুল ইসলাম।

সোমবার বিকালে হাট মাধনগর স্কুল মাঠে বিলসংলগ্ন পাঁচ গ্রামের কৃষক ও মৎস্য চাষিদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রকল্পের সভাপতি এফাজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রকল্পের সদস্য অধ্যাপক আব্দুস ছালাম, মাষ্টার ইসাহাক আলী, বিশিষ্ট ব্যাংকার আব্দুস সামাদ, জামায়াত নেতা মমতাজ আলী, মিঠু ও সাহার আলী। প্রতিবাদ সভায় ওই প্রকল্পের সহ-সভাপতি জনাব আলী, সহ-সভাপতি মাহাবুর রহমান, সদস্য রাশেদুল ইসলাম, হেলাল উদিদ্দন, জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান ও আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়।

এ কারণে সর্বসম্মতিক্রমে তাদের কমিটি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ, এর আগে মাচ চাষ প্রকল্পকে কেন্দ্র করে দুজনের প্রাণহানীর ঘটনাও ঘটেছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS