ঢাকা | এপ্রিল ২২, ২০২৫ - ১১:৫৭ পূর্বাহ্ন

পুলিশকে নিয়ে অশালীন বক্তব্য ক্ষমা চাইলেন বিএনপি নেতা

  • আপডেট: Monday, April 21, 2025 - 11:25 pm

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার সিংহরিয়া গ্রামে একটি বৈঠকে হুমকি দিয়ে পুলিশকে নিয়ে অশালীন মন্তব্য করেন দেবোত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দল থেকে তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

সোমবার দুপুরে দেবোত্তর ইউনিয়ন বিএনপির ব্যানারে আটঘরিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দেবোত্তর ইউনিয়ন বিএনপি এক নোটিশে তাকে সাময়িক অব্যাহতি দেয়।

এতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সালিশি বৈঠক শেষে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেয়ায় আব্দুর রাজ্জাককে অব্যাহতি দেয়া হলো।

একইসঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে সাত দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানানো হয় নোটিশে।

এদিকে, এ ঘটনার পর সংবাদ সম্মেলনে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বলেন, হামলা-মামলাসহ নানাভাবে আগে আমার ওপর অনেক নির্যাতন করা হয়েছে। এর ফলশ্রুতিতে আবেগপ্রবণ হয়ে ১৭ এপ্রিল পুলিশের বিরুদ্ধে অনেক কটূ মন্তব্য করে ফেলি। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর আমি আমার ভুল বুঝতে পেরেছি। এ ধরনের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করছি। একইসঙ্গে ওই বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।

এ বিষয়ে দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার রাঙ্গা ও সাধারণ সম্পাদক কাউসার আলম বলেন, পুলিশের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দেয়ার সুযোগ নেই।

তবুও আব্দুর রাজ্জাক ভুলবশত বা যেভাবেই হোক (বক্তব্য) দিয়েছেন। এজন্য দলীয় বিধি অনুযায়ী তাকে অব্যাহতি দেয়া হয়েছে।