ঢাকা | মে ২৪, ২০২৫ - ১:৪৭ অপরাহ্ন

কেশরহাটে দোকান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরি

  • আপডেট: Monday, April 21, 2025 - 11:13 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মোবাইলের দোকানের তালা কেটে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, গতকাল সোমবার ভোর ৫ টা ৩৫ মিনিটের দিকে আনুমানিক ৫/৬ জনের সঙ্ঘবদ্ধ একটি চোরচক্র রাজশাহী-নওগাঁ মহাসড়কের পূর্ব পাশে কেশরহাট বাজারের জিরো পয়েন্টের রহমান প্লাজা মার্কেটের প্রথম তলার মাহাবুব টেলিকম এর দোকানের তালা কেটে একজন চোর ভিতরে প্রবেশ করে এবং চোরের সাথে থাক ব্যাগের ভিতর থেকে আরও দুইটি ব্যাগ বের করে।

এরপর সে চোর একের পর এক দোকানের সকল সেলফ থেকে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন প্যাকেট সহ ব্যাগে ভরতে থাকে। এভাবে সবগুলো ব্যাগ মোবাইল ফোনে ভর্তি হয়ে গেলে চোর তার কাছে থাকা মোবাইল ফোনে কারো সঙ্গে যোগাযোগ করে।

অতঃপর মাহবুব টেলিকমের প্রায় সকল মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যায়। চুরির এই সময় চোরচক্রের বাকি সদস্যরা দোকানের বাহিরে সতর্কতার সহিত অবস্থান করে চুরির কাজে সহযোগিতা করছিল। দোকানের ভিতরে ঢুকে যিনি চুরি করছিল তার পরনে হলুদ রঙের টি-শার্ট, জিন্সের প্যান্ট, মুখে মাক্স ও মাথায় কালো রঙ্গের ক্যাপ ছিল।

জানতে চাইলে মাহবুব টেলিকমের স্বত্বাধিকারী মাহাবুব ইসলাম বলেন, চোরেরা আমার দোকানে থাকা বিভিন্ন কোম্পানির পাঁচ লক্ষাধিক টাকার সর্বমোট ৩৬ টা এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি করেছে।

এই ঘটনায় আমি বাদী হয়ে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ করব। মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এ বিষয়ে ভুক্তভোগী অভিযোগ করলে, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS