ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ১:২২ পূর্বাহ্ন

রাসিকের সাবেক কাউন্সিলর বাদল আর নেই

  • আপডেট: Sunday, April 20, 2025 - 12:38 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস শহীদ আহমেদ বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাত আটটায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লাং ক্যান্সারে আক্রান্ত ছিলেন। প্রথম দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুক্রবার রাতে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, মরহুমের জানাজার নামাজ আজ রোববার বাদ আসর টিকাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে টিকাপাড়া গোরস্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হবে।