বোয়ালিয়া (পশ্চিম) বিএনপিকে ১৩ নং ওয়ার্ডের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: ১৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র নবগঠিত কমিটির সভাপতি শামসুল হোসেন মিলু এবং সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার কাদিরগঞ্জ মহিলা কলেজের উত্তর রাস্তায় বিকালে ৪ টায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এরশাদ আলী (ঈশা)।
প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, জয়নাল আবেদীন শিবলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নুরুজ্জামান রাজন। সঞ্চলনায় ছিলেন সদস্য সচিব সৈয়দ রিয়াজ আলী লেলিন।