ঢাকা | মে ১৫, ২০২৫ - ৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে নিখোঁজের ১১দিন পর কবিরাজের লাশ উদ্ধার

  • আপডেট: Sunday, April 20, 2025 - 10:05 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নিখোঁজের ১১দিন পর মাজেদুর ইসলাম (৫৫) নামের এক কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে আব্দুলপুর দক্ষিণপাড়া নামুচরা মাঠের ফজলু ব্যাপারির ভুট্টা খেতের পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাজেদুর ইসলাম একই এলাকার ইয়াদ আলী সরদারের ছেলে ও গরুর ব্যবসায়ী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, কবিরাজ মাজেদুর ইসলাম কবিরাজ এর আগেও কয়েক বার নিখোঁজ হয়ে ছিলেন। কিন্তু বাড়িতে ফিরে আসেন।

মাজেদুর ইসলাম এলাকায় বিভিন্ন মানুষের থেকে টাকা ঋণ করে জুয়া খেলতেন। পাওনাদারদের চাপ ও ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

প্রতিবেশি আলিউল ইসলাম জানান, তিনি কবিরাজি চিকিৎসাসহ গরু ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন। এছাড়াও টাকা দিয়ে জুয়া খেলতেন। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে প্রশ্ন জেগেছে স্ত্রী নাছিমা বেগমের (৫০)। তিনি জানান, গত ৯ এপ্রিল বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তিনি আর বাড়ি ফিরে আসেন নাই।

রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, মাঠের মধ্যে আমার স্বামীর মৃত দেহ পড়ে আছে। তিনি আরও জানান, গত শুক্রবার আব্দুলপুর কান্দাভিটা এলাকার টুলুর ছেলে তার স্বামীর কাছে পাওনা টাকার দাবি করে অশ্লীল ভাষায় গালাগালি ও তার স্বামী মারা গেলে তিনি কাঁদবেন কিনা প্রশ্ন করে চলে যায়। এরপর থেকে তিনি আতঙ্কে ছিলেন।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS