ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ১:৪০ পূর্বাহ্ন

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড

  • আপডেট: Sunday, April 20, 2025 - 9:46 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চারজন মাদকসেবিকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তাদেরকে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ রায়হান জানান, উপজেলার কাাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে হেলাল উদ্দীনের বাড়িতে মাদকের আড্ডা বসেছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানসহ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের শাহাদত আলীর ছেলে হেলাল উদ্দীন (৫০), আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪০), আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে হোসেন আলীকে (৩২) মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।

এর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। এছাড়া প্রত্যেককে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। রাতেই দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।