ঢাকা | মে ১২, ২০২৫ - ১১:০১ অপরাহ্ন

বাঘায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: Sunday, April 20, 2025 - 9:41 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার রাজশাহী মেডিকেল কলেজ হসাপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর শৈকনিপাড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ১১টায় খবর পেয়ে গৃহবধূর নিজ বাড়ির শয়ন কক্ষের তীরেন রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তার স্বামী ও ছেলে সোহান আলী ঢাকায় শ্রমিকের কাজ করে। বড় ছেলে শাওন আলী বালীবাহী ট্রাকের শ্রমিকের কাজে বাইরে ছিলেন।

বাইরে থাকা ছোট ছেলে রুহান শনিবার রাত ১০টায় বাড়িতে ঢুকে মায়ের কোন সাড়া শব্দ না পেয়ে শয়ন কক্ষের ভিতরে গিয়ে তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ওই গৃহবধূর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ণির্নয়ের জন্য গতকাল রোববার ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS