পুঠিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল দশটার দিকে পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, গতকাল রোববার সকালে বানেশ্বর বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানঘর খুলতে আসলে একটি দোকানের সামনে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায়। পরে তারা বানেশ্বর ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।
বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল জানান, সকাল নয়টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। থানায় খবর দেয়া হয়েছে।
তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রামেক হাসপাতালে পাঠানো হবে।