ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ৫:৫৬ পূর্বাহ্ন

নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ২৩

  • আপডেট: Sunday, April 20, 2025 - 11:21 pm

স্টাফ রিপোর্টার: নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৩ জন গ্রেপ্তার হয়েছে।

নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।

এছাড়াও আরএমপির অভিযানে ২২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১৬ জন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মনিরুল ইসলাম (৪৫) রাজশাহী মহানগরীর পবা থানার শ্যমপুর এলাকার আ: সামাদের ছেলে। বর্তমানে সে মতিহার থানার মিজানের মোড় এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।