ঢাকা | জুলাই ২, ২০২৫ - ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

চেকপোস্টের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনে আরএমপি কমিশনার

  • আপডেট: Sunday, April 20, 2025 - 12:19 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরীর কাশিয়াডাঙ্গায় পুলিশের চেকপোস্ট পরিদর্শন করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি চেকপেস্টে নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় পুলিশ কমিশনার চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন এবং যানবাহন তল্লাশির কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি পুলিশকে পেশাগত দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব ও আন্তরিকতা প্রদর্শনের নির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা)  দীন মোহাম্মদ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পংকজ কুমার দে।

Hi-performance fast WordPress hosting by FireVPS