গণভোটের মাধ্যমে আ’লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’- এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে গণভোটের মাধ্যমে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বর থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার জোহা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ রাজনীতি না করে, রাজনীতির নামে গণহত্যা করেছে। তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই।
আওয়ামী লীগ শুধু যে গণহত্যা চালিয়েছে তা নয়, তারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দিয়েছিল। আমরা আমাদের ভাগ্যকে আর কারো হাতে তুলে নিজেদের বর্গা দিতে চায় না। অনতিবিলম্বে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ইতিহাস আমাদের একটা সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দিল্লির স্বার্থ বাস্তবায়ন করে গিয়েছে। যখনই কেউ প্রতিবাদ করেছে, তাকে গুম কিংবা আয়নাঘরে বন্দি রাখা হয়েছে। আমার ভাইদের তুলে নিয়ে জঙ্গি তকমা দিয়েছে।
এরপরে জুলাইয়ে অধিকার নিয়ে কথা বলতে গেলে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগ শুধু গণহত্যা করেনি, এমন কোনো অপরাধ নেই যা তারা উৎসাহ নিয়ে করেনি। এই আওয়ামীলীগকে নিষিদ্ধ না করা হলে আমাদের শহিদদের সাথে বেঈমানী করা হবে।
সমাবেশে গণঅভ্যুত্থান মঞ্চের সংগঠক ইমরান হাসানের সঞ্চালনায় এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা, আকিল বিন তালেব, মেহেদী সজীব, সালাউদ্দিন আম্মার প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।