ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ১১:২৫ পূর্বাহ্ন

সাবেক কাউন্সিলর বাদল’র দাফন সম্পন্ন

  • আপডেট: Sunday, April 20, 2025 - 11:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস শহীদ আহমেদ বাদল’র দাফন সম্পন্ন হয়েছে।

রোববার বাদ আসর নগরীর টিকাপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি‘র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বিএনপি‘র কেন্দ্রীয় বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাড: এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশিদ, জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুনসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।