ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ১১:৩৯ পূর্বাহ্ন

বিএনপির ৩১ দফা দেশের সার্বিক উন্নয়নের সুসংহত রূপরেখা: রায়হান

  • আপডেট: Sunday, April 20, 2025 - 11:30 pm

স্টাফ রিপোর্টার: জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা একটি অনন্য ও দূরদর্শী কর্মসূচি, যা দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সুসংহত রূপরেখা হিসেবে বিবেচিত।

এটি কেবল বিএনপির নিজস্ব রাজনৈতিক দর্শন নয়, বরং জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক শক্তির চিন্তা-ভাবনার সংমিশ্রণ।

রোববার বিকালে নওহাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মাঝিগ্রাম এলাকায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করার লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

রায়হানুল আলম বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচিতে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। তাই এই কর্মসূচি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার একটি মডেল হতে পারে, যা দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে।

৩১ দফার প্রতিটি দিকই রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের মৌলিক নীতিমালা হিসেবে কাজ করবে। এগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত, মর্যাদাশীল এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিণত করবে। এর ফলে আগামী দশকের মধ্যেই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জিত হবে।

নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় ও নওহাটা পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তহমান আলী তহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সেন্টু কুমার সাহা, পবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রতন কুমার দাস, পবা কৃষি দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজদার হোসেন, নওহাটা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, নওহাটা পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকার, নওহাটা পৌর কৃষকদলের সদস্য আরিফ হোসেন, সদস্য মোহন আলী ও নওহাটা পৌর ছাত্রদল নেতা তারেক আহমেদ মুন্না।