ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ৫:৫৬ পূর্বাহ্ন

বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিলেন নুরুজ্জামান টিটো: মিনু

  • আপডেট: Sunday, April 20, 2025 - 12:05 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাসিকের ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটো স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর মিনু বলেছেন, নুরুজ্জামান টিটো ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণকর্মী। অল্প সময়ে সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

শনিবার বিকালে নগরীর শালবাগানে শাহমখদুম থানা ও চন্দ্রিমা থানা আমরা বিএনপি পরিবারের আয়োজনে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, টিটো আমার কাছের স্নেহের ছোট ভাই ছিল। আন্দোলন সংগ্রামে রাজপথে সরব ছিল। দলের জন্য সবসময় কাজ করেছে। খুব অল্প সময়ে পৃথিবী ছেড়ে চলে গেল।

আন্দোলনের সময় তার সামে বহু মামলা হয়েছে। তারপরও দলের জন্য সক্রিয়ভাবে কাজ করতো। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আগামী দিনে আল্লাহ তায়ালা সুযোগ দিলে তার পরিবারের জন্য কাজ করবো। বিএনপির সকল কর্মী তার পরিবারের পাশে আছে। এছাড়াও টিটোকে নিয়ে তিনি বিভিন্ন স্মৃতিচারণ করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন। শাহমখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদের সভাপতিত্বে ও শাহমখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, মহানগর মহিলাদলের সভাপতি সখিনা খাতুনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতবৃন্দ। শোকসভা ও দোয়া মাহফিলে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।