ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ৬:০২ পূর্বাহ্ন

পুঠিয়ায় দেশীয় মদসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Sunday, April 20, 2025 - 9:57 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কৃষ্ণপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলো- শক্তি সর্দার (৭০), চামেলী সর্দার (৩৫), শখী সর্দার (২৩) ও রবিন সর্দার (১৯)। তাদের বাড়ি পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে।

এসময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গত শনিবার রাত সোয়া আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী গোষ্ঠী রাজশাহী জেলার চারঘাট-পুঠিয়া থানাধীন এলাকায় কৃষ্ণপুর গ্রামে তাদের নিজ বাড়িতে বিপুল পরিমান চোলাইমদ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে প্রস্তুত করত।

পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত অবৈধ মাদক কারবারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে বিপুল পরিমান চোলাই মদ ও চোলাইমদ সংরক্ষণের পাত্র উদ্ধারসহ ৪ জন ব্যক্তিকে আটক করা হয়।