ঢাকা | মে ১৪, ২০২৫ - ২:৫৭ অপরাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় ফ্রিজের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই বোনের

  • আপডেট: Sunday, April 20, 2025 - 11:10 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় আপন মামাতো ফুফাতো দুই বোন ফ্রিজের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। রোববার বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর এলাকার সাইদুর রহমান-এর মেয়ে হামিদা খাতুন (৫) ও সোলাইমান-এর মেয়ে সাইফা খাতুন (৭) পার্শ্ববর্তী আকবর হোসেনের (কুব্বত) ছেলে মিলনের বাসায় লুকোচুরি খেলার সময় মিলনের বাসায় থাকা ফ্রিজের আড়ালে সাইফা ও হামিদা লুকিয়ে থাকতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই মারা যায়।

এ ঘটনায় মঙ্গলপাড়া এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই সেখানে ছুটে যান পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, ওই ঘটনায় মোবাইল ফোনে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পাই।

প্রাথমিক তদন্তে বিদ্যুৎপৃষ্টে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাই লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে সোলাইমানের বড় মেয়ে পাশে পুকুরে পড়ে মারা যায়। তার কয়েকদিন পর সোলায়মানের ছোট ছেলে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে মারা যায়।

এরপর গতকাল তার আরো একটি মেয়ে সন্তান ফ্রিজের সঙ্গে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS