ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:৩২ পূর্বাহ্ন

নগরীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • আপডেট: Sunday, April 20, 2025 - 11:23 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর কাশিয়াডাঙা থানার হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর শুকনো চরে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনায় জনগণের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিফাত আলী (১৬) ও  ফায়সাল (২১)। সিফাত রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা থানার হারুপুর বাগানপাড়ার আজিমুদ্দিন বাবুর ছেলে ও ফায়সাল একই থানার পশ্চিম রায়পাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল সাড়ে ৫ টায় বগুড়া জেলার পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থী কামরুল ইসলাম রাজশাহী সিআরপিতে চিকিৎসার জন্য এসে বেড়ানোর উদ্দেশে হাইটেক পার্ক এলাকায় যান। হাইটেক পার্ক সংলগ্ন দামুকড়া থানার পদ্মা নদীর শুকনো চরে পৌঁছানোর পর হঠাৎ তিনজন যুবক তাকে ঘিরে ধরে।

এদের মধ্যে একজন টিপ চাকু বের করে তার পেটে ঠেকিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। কামরুল চিৎকার করলে স্থানীয় দোকানদাররা ছিনতাইকারীদের মধ্যে দুইজনকে ধরে ফেলে।

পরবর্তীতে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে কাশিয়াডাঙা থানা পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়ে দুই আসামিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল, মানিব্যাগ এবং টিপ চাকু উদ্ধার হয়। ঘটনাস্থল দামুকড়া থানার আওতাধীন হওয়ায় ছিনতাইকারীদের দামকুড়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর দামকুড়া থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আরেক ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS