ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ১১:৪১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত

  • আপডেট: Sunday, April 20, 2025 - 10:34 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুারো: চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছে।

রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনারমোড় এলাকায় ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক ও সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর পাওয়েল মোড় এলাকায় পাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সাবিকুন নাহার (২০) নামে এক নারী নিহত হয়। এ সময় ফাহিম (২৬) নামে এক প্রাইভেট কার চালক আহত হয়েছে।

নিহত ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলটোলা গ্রামের  আলফাজ উদ্দিনের ছেলে। আর নিহত সাবিকুন নাহার চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর মহল্লার  সাইফুল ইসলামের মেয়ে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, জেলা শহরের সোনারমোড় জেলা আদর্শ স্কুলের সামনে সোনামসজিদ শিবগঞ্জের দিক থেকে আসা একটি ট্রাক পিছন হতে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটর সাইকেল ইসমাইল হোসেন গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা

শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। তাকে রামেকে নেয়ার পথে গোদাগাড়ী এলাকায় তিনি মারা যান। ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।

অন্যদিকে, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে আমনুরা থেকে প্রাইভেট কারে করে শহরে আসার পথে ধিনগর পাওয়েল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাবিকুন নাহার (২০) নামে এক মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় জেলা শহরের বড়ইন্দা মোড় এলাকার ইসলামপুর মহল্লার জাফরের ছেলে ফাহিম (২৬) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সদর মডেল থানার ওসি জানান,.এই দু’টি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।