গোমস্তাপুরে চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু, স্বজনদের ওপর হামলা!

চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চিকিৎসা অবহেলায় রাবজুল হক নামে এক রোগীর মুত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রাফজুল হক (৬০) উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর গ্রামের মৃত. দোস মোহাম্মদের ছেলে।
রাফজুলের পরিবার, স্বজন এবং স্থানীয় ও পুলিশের বরাতে জানা গেছে, গত শনিবার রাতে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভিাগে চিকিৎসা নিতে যান রাবজুল হক। কিন্তু সেখানে দীর্ঘ সময় ধরে অবস্থান করেও চিকিৎসকের কোন সেবা না পাওয়ায় তিনি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুন মাসুদকে নিহত রাবজুলের ছেলে শহীদুল ইসলাম ও রবিউল ইসলাম মারধর করে। পরে হাসপাতাল কর্র্তৃপক্ষ তারাও চড়াও হন রোগীর স্বজনদের ওপর। এতে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাবজুলের ছেলে শহিদুল ইসলাম জানান, রোগীর চিকিৎসায় অবহেলা করা হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও কোন চিকিৎসা দেয়নি তারা। তাই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসক সময়মতো রোগীকে চিকিৎসা দিলে মৃত্যু হতো না। এর প্রতিবাদ করলে স্থানীয়রাও বিক্ষোভ করেন।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. একেএম শাহাব-উদ্দিন জানান, রোগীকে সঠিক চিকিৎসা দেয়া হয়েছিল। তবে হাসপাতালে হঠাৎ মৃত্যুর বিষয়টি অনাকাঙ্খিত। তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আগামীকাল (আজ) সোমবার ভুক্তভোগীদের নিয়ে বিষয়টি মীমাংসা করা হবে। তবে এখন পর্যন্ত প্রশাসনিক কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা, বিষয়টি জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি। এদিকে, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ, রইস উদ্দিন জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি রোগীর স্বজনরা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।