ঢাকা | এপ্রিল ২০, ২০২৫ - ৯:০৯ পূর্বাহ্ন

বগুড়ায় পিআইবি’র মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট: Saturday, April 19, 2025 - 1:02 pm

অনলাইন ডেস্ক : জেলায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে ৩দিনব্যাপি মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় জেলা শহরের ওয়াইএমসিএ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

আরো বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মীর ত্বাইফ মামুন মজিদ,জেলা প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, পিআইবি সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, সাংবাদিক ইউনিয়ন জেলা সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।

এই প্রশিক্ষণে সাংবাদিক এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সহ ৩৫জন অংশ গ্রহণ করেন।

সূত্র: বাসস