চাঁপাই পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন

চাঁপাই ব্যুরো: কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পালিত হয়েছে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি।
শনিবার সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধান ফটকে লাল কাপড় মুড়িয়ে নাম ঢেকে দেন। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষায় বৈষম্য দূরীকরণ এবং ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। দাবি না মানা হলে, সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।