ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৪:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা ও ভবন থেকে পড়ে চারজনের মৃত্যু

  • আপডেট: Saturday, April 19, 2025 - 12:11 am

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। অন্যদিকে পৃথক ঘটনায় উল্লাপাড়ায় নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, সড়ক দুর্ঘটনার ঘটনাটি শুক্রবার ভোররাতে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা জেলার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রেবাস চালক মুনছুরুল আলম বাবুল (৪০) ও একই গ্রামের শ্রী জীবন চন্দ্র শীলের ছেলে শ্রী মানিক চন্দ্র শীল (৪২)। আহত একই গ্রামের সৌম্য দাসের ছেলে সুমন কুমার দাসকে (৪২) উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, ভোররাতে পাবনাগামী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী উত্তরবঙ্গগামী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে চালকসহ ওই তিন মাইক্রোবাসযাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মাইক্রোবাস চালক মুনছুরুল আলম বাবুল ও যাত্রী মানিক চন্দ্র শীল মারা যান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিক মারা যান। এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাস্থলেই অপর শ্রমিকের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লায় নির্মাণাধীন উল্লাপাড়া প্লাজায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, ‘উল্লাপাড়া প্লাজা’ নামে নির্মাণাধীন ওই ভবনের ৬ তলায় রশি দিয়ে ঝুলানো বাঁশের মাচায় বসে প্লাস্টার (পলেস্তারা) করছিলেন শ্রমিক মাসুদ রানা ও খাদেম আলী। এ সময় রশি ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। গুরুতর আহত খাদেম আলীকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেলে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল  ভোরে তার মৃত্যু হয়। উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, ‘ভবনের নির্মাণকাজ করতে গিয়ে বৃহস্পতিবার এক শ্রমিক মারা গেছে। গতকাল অপর আরেক শ্রমিকের মৃত্যুর খবর শুনেছি। মৃতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।