রাজশাহীর পাঁচটি নিউজপোর্টাল পরিদর্শন করলো তথ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার অনুমোদিত পাঁচটি অনলাইন নিউজপোর্টাল অফিস সরেজমিনে পরিদর্শন করেছেন তথ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল।
দেশের বিভিন্ন জেলার অনুমোদিত নিউজপোর্টাল সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে শুক্রবার রাজশাহীর নিউজপোর্টাল অফিসগুলো পরিদর্শন করা হয়। পরিদর্শন করা নিউজপোর্টালগুলো হচ্ছে- সোনালী সংবাদ ডট কম, ডেইলি সানশাইন ডট কম ডট বিডি, দৈনিক বার্তা ডট কম, ডেইলি সোনার দেশ ডট কম এবং পদ্মা টাইমস ২৪ ডট কম। পরিদর্শন দল পোর্টালগুলোর নিবন্ধন নবায়ন, স্থায়ী অফিস, জনবল, সরঞ্জামাদি, ফলোয়ার সংখ্যা, ফ্যাক্ট চেকিং এর মতো বিষয়গুলো তদারক করেন।
তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানার নেতৃত্বে পরিদর্শন দলে ছিলেন সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈমা, ক্রয় কর্মকর্তা ও প্রধান তথ্য কর্মকর্তার ব্যক্তিগত সহকারী। এ সময় রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান, সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ্, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, পিআইডির পারচেজ অফিসার শাহ আলম সরকার এবং প্রধান তথ্য অফিসারের ব্যক্তিগত কর্মকর্তা আমিনুল ইসলাম সোহাগ পরিদর্শন দলকে সহযোগিতা করেন।
সোনালী সংবাদ ডট কম পরিদর্শন কালে সম্পাদক লিয়াকত আলী, প্রধান নির্বাহী একরামুল হক মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।