বড়াইগ্রামে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আয়নাল হোসেন নটাবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি মাঝগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক এবং বনপাড়া বাইপাস লোকাল বাস কাউন্টারের টিকেট বিক্রেতা ছিলেন।
মাঝগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল অলিম বলেন, আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই সন্তান রয়েছে, মেয়ের বিয়ে হয়েছে আর ছেলে একটি আবাসিক হাফেজিয়া মাদরাসায় পড়াশুনা করে। তার স্ত্রী ৭-৮ মাস যাবৎ বাবার বাড়িতে থাকেন। এ কারণে বাড়িতে তিনি একাই থাকতেন। গত বুধবার সন্ধ্যায় তাকে সর্বশেষ এলাকায় দেখা যায়। সকালে পঁচা গন্ধ পেয়ে প্রতিবেশিরা বাড়ির ভিতরে ঢুকে ঘরের দরজা খোলা অবস্থায় মেঝেতে লাশ পরে থাকতে দেখেন।
পরে তারা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, আয়নাল হকের ঘরের দরজা খোলা ছিল। লাশ পঁচন ধরে গন্ধ বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।