ঢাকা | মে ১০, ২০২৫ - ৮:০৯ পূর্বাহ্ন

ঢাকায় অপহৃত মাদ্রাসা শিক্ষক রাজশাহীতে উদ্ধার, গ্রেপ্তার ৪

  • আপডেট: Saturday, April 19, 2025 - 12:31 am

স্টাফ রিপোর্টার: ঢাকায় অপহরণের শিকার এক মাদ্রাসা শিক্ষককে রাজশাহীতে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মাদ্রাসা শিক্ষক রিফাতুল ইসলামকে (২৫) উদ্ধার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ইসলাম (২৭), রুবেল চৌধুরী (২৭), নাজমুল হোসেন (৪২) ও নাহিদ মিয়াজ (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, গত ৫ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়া থেকে কর্মস্থল হাজারিবাগের উদ্দেশে রওনা দেন রিফাতুল। এরপর নিখোঁজ হন। ৭ এপ্রিল তার পরিবারকে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রিফাতুলের বিকাশের মাধ্যমে দফায় দফায় টাকা পাঠান। সর্বমোট দেড় লাখ টাকার বেশি পরিশোধের পরও তাকে মুক্তি দেয়া হয়নি।

অবশেষে পরিবারের সদস্যরা র‌্যাব-৪ এ অভিযোগ করলে গোয়েন্দা তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ ও র‌্যাব-৫- এর যৌথ অভিযানে রিফাতুলকে উদ্ধার করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS