কাফনের কাপড় মাথায় বেধে নগরীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ ও গণমিছিল করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুর আড়াইটায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় কাফনের কাপড় মাথায় বেঁধে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে দুপুর সোয়া ৩টায় ক্যাম্পাস থেকে গণ মিছিল বের হয়। ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে বাটার মোড়ে সমাবেশ করেন। পরে গণমিছিল নিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্মসূচি শেষ হয়।
শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার নামে প্রতারণা করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব বৈঠকের নামে অযৌক্তিক আলোচনায় সময় নষ্ট করেছেন। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক। তা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাব।
শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে। স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।