ঢাকা | মে ১৫, ২০২৫ - ১১:৫৮ অপরাহ্ন

লালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট: Saturday, April 19, 2025 - 11:05 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নবীনগর গ্রামের মৃত খোকা প্রামাণিকের ছেলে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে লালপুর বাজার সংলগ্ন দক্ষিণ লালপুরে শাকিল এর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে রাস্তার ওপর গুরুতর জখম ও অজ্ঞান অবস্থায় নিহত বৃদ্ধকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় গুরুতর আঘাত জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নিহতের ছেলে লালন হোসেন জানান, তার বাবা লালপুর বাজারে একটি ইলেকট্রনিক্স দোকানে কাজ করতেন। সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি কর্মস্থলের দিকে রওনা দিয়েছিলেন। প্রতিমধ্যে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার দুপুরে জোহরের নামাজ পর নবীনগর ঈদগাহ গোরস্থানে তাকে দাফন করা হয়। ঘটনাটি নিশ্চিত করে লালপুর থানার উপ-পুলিশ পরিদর্শক সাজেদুর রহমান জানান, সকাল সাড়ে ৬ টার দিকে বেলাল হোসেন নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS