রাবি ভর্তি পরীক্ষায় কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা উদ্যোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পঞ্চমবারের মতো কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেছে। সংগঠনটির ৬০ জন স্বেচ্ছাসেবক দিনব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও সড়কে পড়ে থাকা কাগজ, প্লাস্টিক বোতলসহ আবর্জনা পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতার পাশাপাশি, কোয়ান্টাম ফাউন্ডেশন ভর্তি পরীক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক চিকিৎসা সেবা, ফাস্ট এইড মেডিসিন, অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার এবং অ্যাম্বুলেন্স সেবা প্রস্তুত রেখেছে। রাজশাহী সেন্টারের কো-অর্গানাইজার মাহমুদুল হাসান তুষার জানান, আমরা এই কার্যক্রমের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও মানবিক সমাজ গঠনের বার্তা দিতে চাই।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের ওপর আস্থা রাখার জন্য আমরা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডে কোয়ান্টাম ফাউন্ডেশন সবসময় অগ্রণী ভূমিকা রাখতে চায়। উল্লেখ্য, কোয়ান্টাম ফাউন্ডেশন ১৯৯৩ সাল থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং শিক্ষার্থীদের মোটিভেশন, গর্ভবতী নারীদের সেবা, রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেবামূলক কাজে জড়িত।